আমাদের ভারত, ৪ আগস্ট: রাস্তায় টোল প্লাজার কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল সাংসদ সুনীল মন্ডলের বিরুদ্ধে। প্রথমে না করলেও পরে ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায় তৃণমূলের “ভদ্রলোকে”র উদাহরণ এই সাংসদ সুনীল মন্ডল।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পালসিট টোল প্লাজায়। সিসিটিভি ফুটেজে মারধরের একটি ভিডিও ধরা পড়েছে। পরে সেটা ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে এসে টোল প্লাজার এক কর্মীকে প্রথমে চড় মারতে যান সাংসদ, পরে তাকে ধাক্কা দিতেও দেখা যাচ্ছে শাসক-শিবিরের নেতাকে। এরপর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।
Sunil Mandal, another example of TMC’s idea of a “gentleman”, beat up a dutiful young man for doing his job correctly… We condemn such rampant & unrestricted atrocities of TMC-backed leaders on the people of Bengal…
*Dr. Sukanta Majumdar*, State President
Sunil Mandal, another example of TMC's idea of a "gentleman", beat up a dutiful young man for doing his job correctly… We condemn such rampant & unrestricted atrocities of TMC-backed leaders on the people of Bengal…#shameonmamata #shametmc pic.twitter.com/XjhUhf9JvE
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 4, 2023
ভাইরাল ভিডিওটি পোস্ট করে সুকান্ত লিখেছেন, “সুনীল মন্ডল, টিএমসি-র “ভদ্রলোক” ধারণার আরেকটি উদাহরণ। নিজের কাজ সঠিকভাবে করার জন্য একজন কর্তব্যপরায়ণ যুবককে মারধর করেছেন। আমরা বাংলার জনগণের উপর টিএমসি-সমর্থিত নেতাদের এই ধরনের ব্যাপক ও সীমাহীন অত্যাচারের নিন্দা করি।”
স্বভাবতই এই ঘটনায় চরম অসস্তিতে তৃণমূল কংগ্রেস। ভাইরাল ভিডিও’র সিসিটিভি ফুটেজে দেখা গেছে পালসিট টোল প্লাজায় একটা সাদা গাড়ি নিয়ম ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। গাড়িটির ধাক্কায় একটা কমলা রঙের ফাইবারের স্ট্যান্ড পড়ে যায়। সেটা টোল প্লাজার এক কর্মী তুলে ফের গাড়ির সামনে রাখেন, গাড়িকে আটকানোর চেষ্টা করেন। সেই সময় পাঞ্জাবি পড়া এক ব্যক্তি গাড়ি থেকে নেমে ওই কর্মীকে মারধর করতে শুরু করেন। ওই ব্যক্তি বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মন্ডল। বিষয়টি সাংসদকে জানানো হলে তিনি প্রথমে কর্মীকে মারধরের বিষয়টি মানতে চাননি। তিনি বলেন, আমি গাড়ি থেকে নেমে ছেলেটির গাল টিপে আদর করেছি। ওকে মারধর করতে যাব কেন? ওকে বলেছি তোর এলাকার সাংসদকে চিনিস না?
কিন্তু টোল কর্মীর অভিযোগ, তাকে গলা ধাক্কা দিয়েছেন সংসদ। বিতর্ক বাড়তেই পরে তৃণমূল সংসদ বলেন, ওই এলাকা দিয়ে ১০ বছর ধরে যাতায়াত করছেন এমন ঘটনা কখনো হয়নি। তিনি জানান, মঙ্গলকোটে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। যাওয়ার পথে টোল প্লাজায় একজন তার গাড়ি আটকায়। তৃণমূল সাংসদ হিসেবে তার পরিচয় দেওয়ার পরেও গাড়িটিকে যেতে দেওয়া হচ্ছিল না। তিনি বলেন, পরিচয় পাওয়ার পরেও আমার পথ ছাড়েনি ও। নিরাপত্তা রক্ষীর দাবি,
এরপর রাগের বসে ওই কর্মীর গায়ে হাত তুলেছেন সাংসদ।