সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৪ জুলাই: বাঁকুড়ায় ফের বাড়ির তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে বুধবার রাতে। এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়া সদর থানার উপরশোল গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিকট আত্মীয়ের গুরুতর অসুস্থতার খবর পেয়ে বাড়ি তালা বন্ধ রেখে দেখতে যান বাঁকুড়া সদর থানার উপরশোল গ্রামের বাসিন্দা সন্দীপ রায় ও তার পরিবারের লোকেরা। সেই কারণে বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে বাড়ির দরজার তালা ভেঙ্গে প্রায় সব লুঠ করে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাঁকুড়া সদর থানার পুলিশ।তারা তদন্ত শুরু করেছে
সন্দীপবাবু পেশায় কৃষক। সম্প্রতি, নিজের জমি বিক্রির প্রায় সাত লক্ষ টাকা রেখেছিলেন ঘরের আলমারিতে। সেই নগদ টাকার পাশাপাশি রাখা ছিল অলঙ্কারও। এদিকে বুধবার সন্দীপবাবু এক আত্মীয়ের গুরুতর অসুস্থতার খবর পেয়ে আত্মীয়কে দেখতে পরিবারের সকলকে নিয়ে ঘর তালা বন্ধ রেখে সেখানে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে আলমারির তালা ভেঙ্গে নগদ টাকা ও অলঙ্কার লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা।আজ সকালে ঘরের দরজার তালা ভাঙ্গা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। চুরি হয়েছে বুঝতে পেরে খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে।
গৃহবধূ রুমা রায় বলেন যে, তাদের এলাকায় চুরি হতেই থাকে। এটা তাদের নতুন বাড়ি। বুধবার রাতে ফাঁকা ছিল। আত্মীয়র বাড়ি গিয়েছিলেন। ঘর ফাঁকা থাকার জন্য এই ঘটনা ঘটেছে।