সাথী দাস, পুরুলিয়া, ৫ জুন: পুরুলিয়ায় এক সঙ্গে ৪৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেল। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হল। এর আগে ১৮জন আক্রান্ত হয়েছিলেন জেলায়। আক্রান্তরা সবাই গুজরাট, দিল্লি ও মহারাষ্ট্র থেকে এসেছিলেন।
পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরতেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে পুরুলিয়ায়। আক্রান্তের সবাই পরিযায়ী শ্রমিক। তাঁরা সবাই ঔপস্বর্গিক।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত স্থানগুলিকে কন্টাইন্মেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সংলগ্ন এলাকায় গুলিকে বাফার জোন হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। জীবাণুমুক্তকরণ ও স্থানীয় বাসিন্দাদের ডাক্তারি পরীক্ষা করা শুরু হয়েছে।