আফগানিস্তান থেকে আরও ১০ জন ফিরে এলেন পাহাড়ে, বাকিরা দিন গুনছে ঘরে ফেরার

আমাদের ভারত, দার্জিলিং, ২৩ আগস্ট: দার্জিলিং সহ পাহাড়ের বিভিন্ন এলাকার মানুষ কাজের জন্য আফগানিস্তান যান। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছিল, ২০০ জন আটকে রয়েছেন আফগানিস্তানে। তারপরেই তাদের ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়। ইতিমধ্যেই কয়েকজন ফিরে এসেছেন পাহাড়ে। এদিন নতুন করে আরও ১০ জন ফিরে এলেন। তবে এখনও অনেকের ঘরে ফেরা বাকি। তারা এখন দিন গুনছে কবে নিজের বাড়ি ফিরতে পারবেন। তবে সকলেই নিরাপদ স্থানেই রয়েছেন বলে জানিয়ে দিলেন রাজেশ থাপা। তাঁর বক্তব্য এখনও অনেক মানুষ আফগানিস্তানে রয়ে গিয়েছে। তাই তালিবান সম্পর্কে কিছু বলতে চাই না। আগে ওরা সুস্থ অবস্থায় ফিরে আসুক তারপরেই যা বলার বলব। শুধু এটুকু বলতে চাই ওই দেশের মানুষরা একদম ভালো নেই। তারা দেশ ছেড়ে পালাতে চাইছেন। রাস্তায় তালিবানিরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যখন খুশি যাকে ইচ্ছা মেরে ফেলছে। তাই আমরা ওই দেশ থেকে বেঁচে ফিরতে পারায় বায়ুসেনাকে ধন্যবাদ।

এদিকে কথা বলার সময় তার গলা এখনও কেঁপে উঠছিল। দেখেই বোঝা যাচ্ছিল আতঙ্কের ঘোর থেকে বেরতে পারেননি। কত রাত ঘুমোয়নি বাড়ি ফেরার আশায়। অবশেষে ফিরতে পেরে আপ্লুত সকলেই। রাজেশ বললেন, নতুন জীবন পেয়েছি এখন পরিবারের সাথেই থাকতে চাই। তবে চাই আফগানিস্তানের পরিস্থিতি স্বাভাবিক হোক ওদেশের মানুষরাও ভালো থাকুক।
   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *