আমাদের ভারত, কলকাতা, ৭ মার্চ: মুকুন্দপুরের বরাখোলায় প্রতিবন্ধী ভিলেজে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রী ও প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের ৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সম্মিলনীর দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির উদ্যোগে এই প্রতিযোগিতায় সুন্দরবন ও দ্বীপাঞ্চল সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই হাজার প্রতিবন্ধকতাযুক্ত ভাইবোন অংশ নেন।
উদ্যোক্তা সম্মিলনীর সাধারণ সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি এক বিবৃতিতে বৃহস্পতিবার এ খবর জানিয়ে বলেন, “বুধবারের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের রাজ্য সরকার পোষিত স্কুলগুলির পড়ুয়ারাও।”
প্যারা অলিম্পিক, স্পেশাল অলিম্পিক এবং ডেফ অলিম্পিক আমাদের রাজ্য তথা দেশে কোনও দিন উপযুক্ত গুরুত্ব পায়নি। অথচ কমনওয়েলথ গেমসে প্রথম সাঁতারু হিসাবে প্রশান্ত কর্মকার (অর্জুন পুরস্কার প্রাপ্ত), অথবা মাসুদূর রহমান বৈদ্য, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর এই ধরনের রাজ্য এবং জেলার ক্রীড়া মঞ্চকে ব্যবহার করে আন্তর্জাতিকস্তরে দেশকে গৌরবান্বিত করেছেন।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব্যানার্জি, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা দেবদূত ঘোষ, শিক্ষাবিদ এবং প্রাক্তন উপাচার্য অশোকনাথ বসু, বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ সিদ্ধার্থ গুহ, কলকাতা পুরসভার ১০৯ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি অনন্যা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা টর্চ ব্যাটন সহ কুচকাওয়াজে অংশ নেন। বয়সভিত্তিক ৫৮টি বিভাগে বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের প্রতিযোগিতা শুরু হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের ছাত্রছাত্রীরা সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন।
প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেওয়া হয়। ক্রীড়া প্রতিযোগিতার শেষে সংগঠনের জেলা সম্পাদক প্রবীর সাহা উপস্থিত প্রতিযোগী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।