রাজ্যের সশস্ত্র পুলিশের একাদশ ব্যাটেলিয়ন ও এসটিআরএ ব্যাটেলিয়নের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ৬ মার্চ: শারীরিক দক্ষতা আর মানসিক চাপ কাটাতে আয়োজিত রাজ্যের সশস্ত্র পুলিশের একাদশ ব্যাটেলিয়ন ও এসটিআরএ ব্যাটেলিয়নের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। পুরুলিয়ার উপকণ্ঠ ছররায় আজ নিজেদের স্পোর্টস গ্রাউন্ডে দুই দিনের অনুষ্ঠান শেষ হয়। বিভিন্ন দূরত্বের দৌড়, দীর্ঘ লম্ফন, উচ্চ লম্ফন সহ ৩০ টি ইভেন্টে তিনশোরও বেশি প্রতিযোগী অংশ নেন। এছাড়াও দলগত বিভাগের দড়ি টানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় পাশের গ্রামবাসীর জন্যও বিভিন্ন ইভেন্ট রাখা হয়। শেষের দিকে মহিলা অতিথি ও মহিলা গ্রামবাসীর জন্য মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা হয়। এছাড়া বিভাগীয় কর্মীদের জন্য ‘যেমন খুশি সাজো’ প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়। নজর কাড়ে সশস্ত্র বাহিনীর স্পেশাল ড্রিল। প্যারেড চলাকালীন অস্ত্র নিয়ে দর্শনীয় কারসাজির উপস্থাপন। অতিথির উপস্থিতিতে ছৌ নৃত্যের আয়োজন করা হয়।

এসএপির একাদশ ব্যাটেলিয়নের সহকারি কমান্ড্যান্ট কৈলাশ পতি মাহাতো বলেন, “প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষায় থাকেন জওয়ানরা। নিজেদের শারীরিক ফিটনেস প্রমাণ করার সুযোগ কাজে লাগান তাঁরা। এছাড়া আমাদের কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে শারীরিকভাবে সুস্থতা রেখে মনকে চাঙ্গা করে এই ক্রীড়া প্রতিযোগিতা।” শেষে বিভিন্ন ইভেন্টের সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *