সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩১ ডিসেম্বর: মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি(STEA)র দু’দিনের রাজ্য বার্ষিক সাধারণ সভা শনিবার বাঁকুড়া মিউনিসিপ্যাল হাইস্কুলে শুরু হয়েছে। অধিবেশন উপলক্ষে আজ সকালে বাঁকুড়া শহরে পাঁচ শতাধিক শিক্ষক শিক্ষা কর্মীর মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
সকল শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ, ‘জাতীয় শিক্ষানীতি ২০২০ এবং রাজ্য শিক্ষানীতি’ ২০২৩ বাতিল, শিক্ষার বেসরকারিকরণ রোধ, বকেয়া সহ সকল মহার্ঘ ভাতা (DA) প্রদান, গ্রাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল, গ্রন্থাগারিকদের যোগ্যতা অনুযায়ী বেতন, গ্রুপ সি-গ্রুপ ডি’র বঞ্চনা দূরীকরণ, বিহার- ওড়িশার মতো প্যারা-ভোকেশনাল- আইসিটি- এনএসকিউএফ, কন্ট্রাকচুয়াল শিক্ষকদের উপযুক্ত বেতন কাঠামো সহ সরকারিভাবে স্থায়ীকরণ, বিনাশর্তে সকল শিক্ষক শিক্ষাকর্মীদের পদোন্নতি, কলেজ-ইউনিভার্সিটির শিক্ষকদের মতো মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের WBHS- এর আওতায় আনার দাবি সহ নানান দাবিতে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির ৫৩- তম রাজ্য বার্ষিক সাধারণ সভা শুরু হয়েছে বাঁকুড়া শহরের মিউনিসিপ্যাল হাইস্কুলে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজ মিউনিসিপাল হাইস্কুল থেকে শুরু হয়ে মাচানতলা থেকে রামপুর জুনবেদিয়া হয়ে আবারো মিউনিসিপাল হাইস্কুল পর্যন্ত সুদৃশ্য শোভাযাত্রা সংগঠিত হয়। শনিবার থেকে শুরু প্রতিনিধি অধিবেশন আজ শেষ হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ, সভাপতি উত্তম কুমার মহান্তি। এই সভায় সারা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সহস্রাধিক প্রতিনিধি যোগদান করেন।