নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ ফেব্রুয়ারি: শিক্ষা, গণতন্ত্র, সমাজতন্ত্রকে হাতিয়ার করে শিক্ষা, শিক্ষার্থী ও শিক্ষকদের স্বার্থে আন্দোলন ও প্রতিবাদের মধ্য দিয়ে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দীর্ঘ ৮৬ বছরের পথচলা। সোমবার এই সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা আয়োজিত হল সৌমিত্র চট্টোপাধ্যায় নগর, দিয়াগো মারাদোনা তোরণ ও অশোক কুমার মাইতি মঞ্চে (মেদিনীপুর সমিতি ভবনে)।

সমিতির পতাকা উত্তোলন, শিক্ষা সংক্রান্ত নানাবিধ দাবি দাওবা স্লোগান নিয়ে পদযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়। জেলার ২১টি জোন থেকে আগত ১৫৫ জন শিক্ষক শিক্ষিকা ও প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। সভা শুরুর পূর্বে সঙ্গীত পরিবেশন করেন সমিতির বর্ণপরিচয় শাখার লক্ষ্মীকান্ত মেইকাপ ও শিখা রানী মণ্ডল। স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে বিদ্যালয় চালু, অবিলম্বে সকল শূন্যপদে শিক্ষক নিয়োগ, জাতীয় শিক্ষানীতি- ২০২০ বাতিল, সুষ্ঠু বদলি নীতি চালু, মিড ডেমিলে বরাদ্দ বৃদ্ধি, সরকারি নানাবিধ নির্দেশনামার খামখেয়ালীপনা, শিক্ষা, শিক্ষার্থী, শিক্ষকের স্বার্থে নেতৃত্ব গণ নানাবিধ গঠনমূলক আলোচনা করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহনদাস পণ্ডিত, সভাপতি দেবাশীষ দত্ত, সহ-সভাপতি সমর চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক ধ্রুবশেখর মন্ডল, সভাপতি বাণীনাথ চক্রবর্তী সহ জেলা কমিটির অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *