আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি:
চোখ ধাঁধানো ও সৃজনশীল নৃত্য উপস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মেদিনীপুরের স্বনামধন্য নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান শেষাদ্রী ডান্স অ্যাকাডেমীর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। মেদিনীপুর শহরের জেলা পরিষদ হলে নটরাজ মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংস্থার কর্ণাধার বিশিষ্ট নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র। শাস্ত্রীয় নৃত্য, রবীন্দ্র নৃত্য, আধুনিক নৃত্য, বাংলা সহ বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, বলিউডি নৃত্য সহ বিভিন্ন ধরনের নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন কচিকাঁচা থেকে শুরু করে সংস্থার সব বয়সের শিক্ষার্থীরা। পাশাপাশি নৃত্য পরিবেশন করেন সংস্থার শিক্ষার্থীদের অভিভাবিকারা। প্রয়াত নৃত্যশিল্পী সরোজ খানকে শ্রদ্ধা জানিয়ে একগুচ্ছ নৃত্য উপস্থাপিত হয়। নারী শক্তিকে শ্রদ্ধা জানিয়েও বিশেষ নৃত্য পরিবেশিত হয় এদিনের অনুষ্ঠানে।
এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক বিশিষ্ট মোটিভেশনাল স্পিকার সু্জয়নীল বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভুঁইঞা ও তাঁর স্ত্রী প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইঞা। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য বিভাগের ডিন অধ্যাপক ড: তপন কুমার দে, অধ্যাপিকা ড: পাপিয়া গুপ্তা, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড: বিবেকানন্দ চক্রবর্তী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও অভিনেতা সুশীল শিকারিয়া, বিশিষ্ট চিত্রপরিচালক ও অভিনেতা সুমন মৈত্র, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, বিশিষ্ট নৃত্য শিল্পী সবিতা মিত্র সাহা, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব পার্থ মুখোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষাব্রতী মিঠুন বারিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর ডান্সার্স ফোরামের সদস্য-সদস্যরা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা।
প্রধান অতিথি মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা সহ অন্যান্য অতিথিবৃন্দ শেষাদ্রী ডান্স অ্যাকাডেমীর প্রশিক্ষিকা শেষাদ্রী মিশ্র-সহ ও অংশগ্রহণকারী সমস্ত শিল্পীদের ভূয়সী প্রংশসা করেন। অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন মোটিভেশনাল স্পিকার সুজয়নীল বন্দ্যোপাধায়, সহযোগিতা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। প্রায় চারঘন্টা ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন অংশগ্রহণকারী শতাধিক নৃত্যশিল্পী। সবুজায়নের বার্তা দিতে সমস্ত অতিথিদের হাতে চারাগাছ উপহার হিসাবে তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠ ভাবে সম্পন্ন হওয়ায় অতিথিবৃন্দ, অভিভাবক-অভিভাবিকা,শুভানুধ্যায়ী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সংস্থার কর্ণাধার নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র।