সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ জানুয়ারি: মহা সমারোহে অনুষ্ঠিত হলো চন্দ্রভূষণ উপাধ্যায় রাষ্ট্রভাষা পরিষদের ৫৫তম বার্ষিক সম্মেলন। আজ শনিবার দুপুরে বাঁকুড়ার গোয়েঙ্কা বিদ্যায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত চন্দ্রভূষণ উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত অতিথি বৃন্দ।
অনুষ্ঠানে পরিষদ দ্বারা পরিচালিত অবৈতনিক রাষ্ট্র ভাষা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের গান, আবৃত্তি, ও শ্রুতিলিখন প্রতিযোগিতায় স্হানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানেই হিন্দী ভাষার প্রচার ও প্রসারে বিশেষ অবদানের জন্য পন্ডিত বলরাম পান্ডেকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে পরিষদের উপাধ্যক্ষ শুকদেব উপাধ্যায়, শোমেশ্বর শর্মা, শিক্ষন কেন্দ্রের প্রধান অধ্যক্ষ অশোক দানা, প্রনব কুমার, কেশব মোদী, সর্বানী সিনহা সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

