আমাদের ভারত, ১৭ জুন:আগেই ঘোষণা করা হয়েছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হচ্ছে। কিন্তু দুটি পরীক্ষার ফলাফলের মূল্যায়ন কিভাবে হবে তা এখনো স্পষ্ট নয়। তবে আজ দুটি পরীক্ষার ফল ঘোষণার আনুমানিক সময় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর জানিয়েছেন জুলাইয়ের মধ্যেই প্রকাশিত হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল।
করোনা পরিস্থিতিতে চলতি বছরে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে কিনা তা নিয়ে প্রথম থেকেই মতপার্থক্য ছিল। ঝুঁকি এড়িয়ে কিভাবে পরীক্ষা নেওয়া সম্ভব, আদৌ পরীক্ষা নেওয়া সম্ভব কিনা তা জানতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল সরকার। সেই বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট দেওয়ার আগেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক হওয়া উচিত কিনা বা হলে কিভাবে হওয়া উচিত? সে বিষয়ে রাজ্যবাসীর মতামত জানতে চেয়েছিল সরকার। তিনটি ইমেইল আইডি মারফত আমজনতা নিজের মতামত জানায়। তাতে দেখা যায় মাধ্যমিকে ৭৯% উচ্চমাধ্যমিকে ৮৩ শতাংশ মানুষ পরীক্ষা না দেওয়ার পরামর্শ দেয়। এরপর সবদিক বিবেচনা করে পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
কিন্তু পরীক্ষার ফলাফল মূল্যায়ন কিভাবে হবে তা তখনও জানানো যায়নি। বৃহস্পতিবার পরীক্ষার ফল ঘোষণার সময় জানানোর সাথে কিভাবে মূল্যায়ন হবে তা শুক্রবারে জানানো হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পরীক্ষা বাতিল ঘোষণা হওয়ার পর স্কুল শিক্ষা দপ্তর, পর্ষদ, সংসদ কয়েক দফা বৈঠক করেছে। ইতিমধ্যে মূল্যায়ন পদ্ধতির একটি খসড়া নবান্নের পৌঁছেছে বলে খবর। অন্যদিকে আজ সিবিএসসি মূল্যায়ন পদ্ধতি ঘোষণা হয়েছে। সুপ্রিম কোর্টে দ্বাদশের মূল্যায়ন পদ্ধতি কি হবে তা সিবিএসসি বোর্ড জানিয়েছে। মনে করা হচ্ছে রাজ্যও এর জন্যেই অপেক্ষা করছিল। এরপর নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, শুক্রবার মূল্যায়ণ পদ্ধতি ঘোষণা করা হবে।

