আমাদের ভারত, ২২ জানুয়ারি: অযোধ্যায় আজকের দিনেই রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল এক বছর আগে। প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল রামলালার বিগ্রহের। সেই বর্ষপূর্তি উপলক্ষে সাংসদ সুকান্ত মজুমদারের এলাকায় বড় করে দিনটি উদযাপিত হলো। আত্রেয়ী নদীর তীরে এক লক্ষ প্রদীপ প্রজ্বলনের আয়োজন করা হয়েছিল এবং সেখানে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। অন্যদিকে নন্দীগ্রামে এই দিনটি উপলক্ষে শোভাযাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাটে গত বছরের তুলনায় এই বছরের আয়োজন ছিল আরো বড়সড়। ২০২৪- এর ২২ জানুয়ারি সুকান্ত মজুমদার নিজের লোকসভা কেন্দ্রে প্রদীপ জ্বালানোর আয়োজন করেছিলেন। তাঁর কথায়, রামলাল বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার সেই দিনে বালুরঘাটবাসী নিজের হাতে প্রদীপ জ্বালাতে আত্রেয়ী নদীর ঘাটে যে সংখ্যায় জড়ো হয়েছিলেন, আমাদের উৎসাহ বাড়িয়ে দিয়েছিল। তখন স্থির করেছিলাম বর্ষপূর্তিতে জাঁকজমক করেই এই দিনটি পালন করব। তাই এবছর আত্রেয়ীর ঘাটে এক লক্ষ মাটির প্রদীপ জ্বলছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই এই দিনটি পালনের জন্য তোড়জোড় শুরু হয়ে যায়। ফ্লেক্স লাগানো, প্রদীপ জ্বালানোর অস্থায়ী ধাপ তৈরি, আরতির মঞ্চ তৈরি, আলো দিয়ে সাজানো তোরণ লাগিয়ে আত্রেয়ী ঘাট সাজিয়ে ফেলা হয়েছিল। বুধবার সন্ধ্যায় সেখানে রামমন্দির নির্মাণের বর্ষপূর্তি উদযাপনের মূল কর্মসূচির আয়োজন হয়। গঙ্গা আরতির মতোই আত্রেয়ীতেও আরতি হয়। আরতি করেন সুকান্ত মজুমদার নিজেও। বারানসি থেকে এই আরতির জন্য ছয় জন পুরোহিত নিয়ে আসা হয়েছিল। প্রদীপ প্রজ্বোলন ও আরতির পর এক ঘন্টার আতশবাজি প্রদর্শন হয় সেখানে। তারপর হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও সকালবেলায় হয়েছে একটি বসে আঁকো প্রতিযোগিতা। বিরাট মেলার আয়োজন হয়েছে উৎসব মুখর দিনটি ঘিরে। সেখানে আগামী দিনে একটি বড় রাম মন্দির নির্মাণের পরিকল্পনার কথাও বলেছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
অন্যদিকে নন্দীগ্রামে শোভাযাত্রা করেন শুভেন্দু অধিকারী। ঠাকুরচক থেকে রেয়াপাড়া শিব মন্দির পর্যন্ত পদযাত্রা হয়। পদযাত্রার পর রামলালার মূর্তির সামনে আরতি করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সোনাচূড়া মৌজায় আড়াই বিঘা জমির উপর তৈরি হবে রাম লালার মন্দির। ৬ এপ্রিল রাম নবমীর দিন ভিত্তিপ্রস্থর স্থাপন হবে। এক বছরের মধ্যে এই মন্দির উদ্বোধন হবে অর্থাৎ ২৬ সালের বিধানসভা ভোটের মধ্যেই মন্দিরের উদ্বোধন করার পরিকল্পনা নিয়েছেন শুভেন্দু অধিকারী।