আমাদের ভারত, বীরভূম, ২২ ফেব্রুয়ারি: বীরভূম জেলার ছোট্ট গ্রাম বীরচন্দ্রপুর। প্রাচীন নাম একচক্রা। রাঢ় দেশের রুক্ষ প্রকৃতির মাঝেও শ্যামলিমায় মন্ডিত। এই গ্রামেই ৫৫১ বছর আগে জন্ম হয়েছিল এক শিশু সন্তানের। পিতা হারাই পন্ডিত, মাতা পদ্মাবতীর গর্ভে অবতীর্ণ হলেন নিত্যানন্দ।
আজ ছোট্ট গ্রামটিতে মেলার আবহ, অগণন মানুষের ঢলে গ্রাম্যপথে চলা দায়। বুধবার বিকেলে শ্রীশ্রীনামযজ্ঞের শুভ অধিবাস, পর দিন বৃহস্পতিবার ভোর বেলা থেকে ভুবনমঙ্গল নামযজ্ঞ শুরু হয়। আজও সংরক্ষিত নিত্যানন্দের বংশানুক্রমিক বসতবাটি হাড়াই পন্ডিত ভবনে পৃথিবীর বহু প্রান্তের ভক্তরা উপস্থিত হয়েছেন সমাজ সংস্কারক নিত্যানন্দকে প্রণাম জানাতে।
বীরভূমের বীরচন্দ্রপুরে নিত্যানন্দ জন্মস্থান আশ্রম নিতাই বাড়িতে ৫৫১তম জন্মোৎসবে পালিত হল মহাসমারোহে। অমৃত অভিষেক, লীলা কীর্ত্তন, বস্ত্রদান, স্বাস্থ্য শিবির প্রভৃতি সেবামূলক কাজে অংশ নিল আশ্রম কর্তৃপক্ষ। ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে অগনিত বৈষ্ণব ধর্মাবলম্বী ভক্ত গত কয়েকদিন থেকে আসতে শুরু করেন বীরচন্দ্রপুরে। এই উৎসবে পাত পড়ল ২৫ হাজার। নিতাই বাড়ি আশ্রম প্রাঙ্গনে এ রাজ্যের পাশাপাশি দেশ বিদেশের পর্যটকরাও ভিড় জমালো। যিনি জনসাধারণের কাছে পতিত-উদ্ধারকারী ভগবান, সমাজ বিজ্ঞানীদের কাছে মধ্যযুগীয় সমাজ সংস্কারের মূল পুরোধা, তত্ত্ববিদদের কাছে সঙ্কর্ষণ-হলধর-বলরাম রূপে পরিচিত আর পৃথিবীর বৈষ্ণব ভক্তরা যাঁকে জানেন প্রাণের প্রাণ নিতাইচাঁদ বলে।শ্রী চৈতন্য দেবের অভিন্ন তনু শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু।
নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান তথা আঁতুড় ঘরের উপর তৈরি সূতিকা গৃহ দারুন ভাবে সাজিয়ে তোলা হয়।খেলনা, বেলুন, ফুল, মালা দিয়ে। ৮.৩০ নাগাদ তোড়জোড় সব সমাপ্ত করে শুরু হলো মহাভিষেক। জনাকীর্ণ নাটমন্দিরে শ্রীনামসংকীর্তন, ভক্তগণের মুহুর্মুহু হরিধ্বনি-জয়ধ্বনিতে আনন্দের বিথার তা যাই হোক, চরণামৃত গ্রহণ করতে না করতেই শুরু হল জন্মলীলা কীর্তন। মাথায় প্রসাদী বস্ত্রের শিরোপা, কপালে প্রসাদী চন্দন, গলায় মালা শোভিত সেবকগণের চপল করতাল আর ললিত কণ্ঠে শ্রীনাম হচ্ছেন। বেলা গড়াতেই শৃঙ্গার দর্শন দিলেন প্রভু। সামনে সাজানো অগণন পাতে অফুরান অভিষেক-ভোগ সামগ্রী।আরতির আলোয় উজ্জ্বল প্রভুর বদন দেখে সেবকেরা শুরু করলো পুষ্পবৃষ্টি। দর্শন বন্ধ হল কারণ মধ্যাহ্ন ভোগের আয়োজন শুরু হবে।
মঠের অধ্যক্ষ নরোত্তম গুপ্ত বলেন, পৃথিবীতে প্রভু নিত্যানন্দ জন্মভূমি একটি অবিকৃত স্থান। আজ নিতাই চাঁদের জন্ম স্থানে নিতাই চাঁদের জন্ম দিনে নিত্যানন্দ জন্ম মহোৎসবে সবার সেবায় নিয়োজিত আমরা।