আমাদের ভারত, ব্যারাকপির, ২৬ জুলাই: আবারো একবার ব্যারাকপুরের ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। ব্যারাকপুর- বারাসাত রোডের উপর রয়েছে এক প্রসিদ্ধ বিরিয়ানির দোকান। এর আগে ২০২২ সালে ওই দোকানে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর প্রকাশ্যে এসেছিল যে ওই বিরিয়ানি দোকানের মালিকদের কাছে টাকা চেয়ে হুমকি দেওয়া হচ্ছিল এবং সেটা না পেয়ে গুলি চালানোর ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। সেই সময় গ্রেপ্তার করা হয়েছিল অনিস ঝা নামে এক দুষ্কৃতিকে।
পুলিশ সূত্রে খবর, বেশ কদিন আগে ওই দুষ্কৃতী জেল থেকে ছাড়া পায়। আর তার বিরুদ্ধে অভিযোগ, জেল থেকে বেরিয়ে আনিস আবারো মেসেজ করে হুমকি দেওয়া শুরু করেছে ওই বিরিয়ানি ব্যবসায়ী ও তার পরিবারকে। এমন কী পূর্বে তার বিরুদ্ধে আনা সমস্ত মামলাও তুলে নেওয়ার জন্য বিরিয়ানি ব্যবসায়ী
অনির্বাণকে হুমকি দিয়ে ফোনে ম্যসেজ করছিল আনিস। ওই ব্যবসায়ীকে হুমকি দিয়ে বলা হয়, আগের বার গুলি না লাগলেও এবার বুকে গুলি করা হবে। এরপর ওই ব্যবসায়ী ও তার পরিবার পুলিশের দ্বারস্থ হয়। মোহনপুর থানায় অভিযোগ হতেই নড়েচড়ে বসে পুলিশ। মোহনপুর থানার পুলিশ আনিস ঝাঁকে গ্রেফতার করেছে।
এই হুমকি ফোন প্রসঙ্গে বিরিয়ানি ব্যবসায়ী বলেন, আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে পুলিশ প্রশাসনের ওপর। তবে ওই দুষ্কৃতীরা এখনো সোধরায়নি। জেল থেকে বেরিয়ে কেস তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা চাইছি যাতে এদের বিরুদ্ধে পুলিশ আরো কঠোর কোনো ব্যবস্থা নেয়। আমাদের পুলিশের তরফ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে। কিন্তু আমরা ব্যবসা করতে চাই। আমাদের কষ্টের পয়সা, কখনোই কোনো দুষ্কৃতিকে দিতে রাজি নই। তবে এবার ওরা ওদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করে নিতে বলছে। যদি ওরা কোনো শাস্তি পায় তাহলে আমাকে আবার গুলি করে খুন করবে। এই ঘটনা আগেও ঘটেছে, তাই আতঙ্কে তো আছি। রাত বিরেতে ব্যবসা থেকে ফিরতে হয়। যদিও পুলিশ প্রশাসন আমার নিরাপত্তার ব্যবস্থা করেছে।”
অপর দিকে পুলিশের দাবি, আনিস ঝাঁ এই কাজ করছে কিনা তা তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে।