মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের অনিক উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য দ্বিতীয়

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ জুলাই: উচ্চ মাধ্যমিকে ৪৯৮ নম্বর পেয়েছে পশ্চিম মেদিনীপুরের রামকৃষ্ণ মিশনের ছাত্র অনিক জানা। সে রসায়ণে ১০০, পদার্থবিজ্ঞানে ১০০, অংকে ১০০, বায়োলজিতে ১০০, ইংরেজিতে ৯৮ নম্বর পেয়েছে। 

এই রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন থেকেই অনিক মাধ্যমিকে ৬৮৫ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অর্জন করেছিল। ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্যাটিস্টিক্যাল সায়েন্সের সর্বভারতীয় পরীক্ষায় ১৫৩ স্থান অর্জন করেছে।সে জানায় পদার্থ বিজ্ঞান নিয়ে পড়ে গবেষক হতে চায়। 

বাবা ডাঃ যাদব জানা বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ। মা মামনি জানা গৃহবধূ। বোন আহ্নিকা জানা স্কুলে পড়ে। 
অনিকের ফলাফলে তারা ভীষণ খুশি। তবে সবকটি পরীক্ষা দিতে পারলে ভালো হতো বলে তার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *