গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৮ ডিসেম্বর: “আবারো আমার পাড়া আমার সমাধান” প্রকল্পের কাজ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা। গোঘাট এক নাম্বার ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাদেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের পাঁচিল নির্মাণকে কেন্দ্র করে ক্ষোভ দেখা দেয় গ্রামবাসীরা মধ্যে। তাদের দাবি, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে স্কুলের পাঁচিল। তাই অল্প আঘাতেই ভেঙ্গে পড়ছে পাঁচিলের পিলার। এমনকি হাতে করেই গুঁড়িয়ে দেওয়া যাচ্ছে ঢালাই সামগ্রী।
আজ সকালে ভাদুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক কাজ পরিদর্শনে গেলে গ্রামবাসীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। ক্যামেরার সামনে তিনি জানান, মিস্ত্রি ভুল করেছে। সঠিকভাবে কাজ না হলে গ্রামবাসীরা কাজ বন্ধের দাবি জানায়। এই ঘটনাকে নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেত্রী দোলন দাস বলেন, কাটমানির জন্যই এই গন্ডগোল।

