মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সুরক্ষা কবজ কর্মসূচির কারণে বিজেপির বাইক মিছিল ঘুরিয়ে দেওয়ায় ক্ষোভ বনগাঁর পদ্ম শিবিরে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ জানুয়ারি: মন্ত্রীর কর্মসূচির কারণে বিজেপির ঘোষিত বাইক মিছিলের রুট ঘুরিয়ে দিল পুলিশ। এমন অভিযোগ এনে নাম না করে জ্যোতিপ্রিয় মল্লিককে চোর বলে আক্রমণ করে, পুলিশকে হুঁসিয়ারি দিল বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। স্বপনবাবু বলেন, চোর, কাটমানিক্ষোর, হারমাত বাহিনীর জন্য বিজেপির ঘোষিত বাইক মিছিল ঘুড়িয়ে দিল শাসক দলের দলদাস পুলিশ।

রবিবার বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে গাইঘাটা মোড় থেকে বাইক র‌্যালির আয়োজন করা হয়। পাশাপাশি গাইঘাটার ফুলসরা পঞ্চায়েত এলাকায় চলছে সুরক্ষা কবজ কর্মসূচি। সেখানে রয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ এদিন গাইঘাটা থানার সামনের মাঠ থেকে বাইক র‌্যালি শুরু করে যশোর রোড ধরে বনগাঁর দোগাছিয়ায় র‍্যালি শেষ হওয়ার কথা। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কর্মসূচির কারণে বিজেপির বাইক মিছিল ঘুরিয়ে দেয় গাইঘাটা থানার পুলিশ। রবিবার এই মিছিলে যোগদান করেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। পুলিশের বিরুদ্ধে তাদের র‍্যালির রুট ঘুরিয়ে দেওয়ার অভিযোগ এনে স্বপন মজুমদার নাম না করে রাজ্য সরকারের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ করেন। চোর বলে কটাক্ষ করেন৷ নাম না করে তিনি বলেন, কোনো এক চোর মন্ত্রী আছে তার জন্য আমাদের রুট পরিবর্তন করানো হয়েছে। তাই পুলিশকে সাবধান করছি আপনারা নিরপেক্ষ থাকুন। তা না হলে আমাদেরও বাহুবল প্রয়োগ করতে হবে। এই সব হার্মাদ বাহিনীদের হয়ে দলদাসের কাজ বন্ধ করুন।

পাল্টা জ্যেতিপ্রিয় মল্লিক বলেন, উনি জানেন না যে আমি একজন মন্ত্রী। তাই ওনাকে আগে জানা উচিত আমি কোনো ক্যাটাগরি সিকিউরিটি বিলং করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *