আমাদের ভারত, কলকাতা, ১২ ডিসেম্বর: উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার নামে বাড়াবাড়িতে ক্ষোভ বাসিন্দাদের একাংশের। আর, এ নিয়ে মঙ্গলবার এক্স হ্যাণ্ডেলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার সার্কিট হাউসে ছিলেন মুখ্যমন্ত্রী। সংলগ্ন রাস্তায় কঠোরভাবে মানুষের যাতায়ত নিয়ন্ত্রিত করা হয়। সংলগ্ন ক্লাউড লাইনে দমকলকর্মীদের এক সম্মেলন হচ্ছিল। এক ভদ্রমহিলা ওই সম্মেলনে সার্কিট হাউস সংলগ্ন রাস্তা দিয়ে যেতে গেলে বাধা পান। এ নিয়ে বাদানুবাদ হয়। ওই মহিলা রেগে গিয়ে সংশ্লিষ্ট রক্ষীকে ‘দলদাস’ বলেন। কোথায় যাবেন, কেন যাবেন— এসবের উত্তর পেয়েও মহিলা যাওয়ার অনুমতি পাননি। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, “এর আগেও তো এখানে মুখ্যমন্ত্রী এসেছেন। এরকম তো কখনও হয়নি! আমাকে দেখে কি জঙ্গি মনে হচ্ছে? একটুখানি রাস্তা যাব। না, আমাকে অনেকটা ঘুরপথে যেতে বাধ্য করা হচ্ছে!”
এই ঘটনার ভিডিও যুক্ত করে শুভেন্দুবাবু লিখেছেন, “মাননীয়া মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের উত্তরবঙ্গ সফরের তথা পারিবারিক অনুষ্ঠান, ছবি তোলার উদ্দেশ্যে ছদ্মবেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ, প্রশাসনিক কর্মসূচির আছিলায় সরকারি খরচে আয়োজিত সম্পূর্ণ রাজনৈতিক সভায় যোগদান ইত্যাদি আরো নানাবিধ অনুষ্ঠান ও কর্মসূচির নির্যাস হল – নো এন্ট্রি। আজ ওনার জন্য জনগণের নো এন্ট্রি, আগামী সময়ে জনগণ ওনার নো এন্ট্রি-র পাকাপাকি ব্যবস্থা করে দেবে।”

