আমাদের ভারত, ১১ ডিসেম্বর: মালদার পরআঙ্গনবাড়ি কর্মীর উপর হামলা অভিযোগ উত্তর ২৪ পরগনা সন্দেশখালিতে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, কিছুদিন আগে কেন্দ্রের আবাস প্লাস প্রকল্পের তালিকা সরেজমিনে খতিয়ে দেখতে অঙ্গনওয়াড়ি কর্মীদের দায়িত্ব দেওয়া হয়। সেই কাজ করতে সন্দেশখালি দুই ব্লকের মাজুর ২ গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলেন শম্পা মজুমদার নামে এক আশা কর্মী। সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয়। একটি টুইট করে সেই অভিযোগ পত্রের একটি প্রতিলিপি শেয়ার করেছেন শুভেন্দু।
ওই অভিযোগপত্রটি সন্দেশখালি ২ ব্লকের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার লিখেছেন স্থানীয় ভিডিওকে। শুভেন্দুর দাবি, চাপের মুখে পড়ে অভিযোগ পত্র পরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অভিযোগ প্রত্যাহারের একটি কপিও টুইটারে শেয়ার করেছেন বিরোধী দলনেতা। দ্বিতীয় চিঠিটিও বিডিওকে পাঠিয়েছেন ওই ব্লক চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে সমস্যা তৈরি হয়েছিল সেটি স্থানীয় স্তরের সমাধান হয়ে গেছে। তাই মহিলা অভিযোগ তুলে নিচ্ছে।
যদিও এই বিষয়ে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, “এই কাজ গ্রামের প্রধান করেননি। যে ঘটনাটি ঘটেছিল তারপর দুজন ছেলেকে তুলে নিয়ে আসা হয়। পুলিশের সামনে তারা ক্ষমা চেয়ে নেন। তারা জানান, তারা বিষয়টি প্রথমে বুঝতে পারেননি। ওদের বলা হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের সার্ভে করতে দেওয়া হয়েছে। নবান্ন থেকে নির্দেশ এসেছে। এই কাজ সবাইকে দেখতে হবে। বিধায়করা নজর রাখছেন, প্রকৃত মানুষ যেন ঘরে পান।”
TMC miscreants attacked Anganwadi Worker Sampa Bose Majumdar at Anganwadi Centre at Bermajur-ii Gram Panchayat; Sandeshkhali-ii Block; North 24 Paraganas District for her Survey Report on Pradhan Mantri Awas Yojana.
The CDPO complains to the BDO and later withdraws due pressure:- pic.twitter.com/fy6gRJZta8— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 10, 2022