আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৭ জানুয়ারি: অঙ্গনওয়াড়ি সেন্টার কেমন চলছে তা সরেজমিনে খতিয়ে দেখতে আচমকাই পরিদর্শনে গেলেন জলপাইগুড়ি সদর মহকুমাশাসক। সঙ্গে ছিলেন শিক্ষা দফতরের আধিকারিকরা৷ শুক্রবার শহরের ১১ নম্বর ওয়ার্ডের আদর পাড়া দক্ষিণেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে হাজির হলেন প্রশাসনের কর্তরা৷ শিশুরা সেন্টার থেকে কী রকম পরিষেবা পাচ্ছেন সবটাই খতিয়ে দেখলেন তাঁরা। শিশুদের উৎসাহ ও পড়াশোনার পরিকাঠামো দেখে খুশি আধিকারিকরা।
জলপাইগুড়ির সদর মহকুমায় প্রায় ১৬০০ অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। সব সেন্টারের পরিকাঠামো ধাপে ধাপে খতিয়ে দেখা হবে বলে জানালেন সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। তিনি বলেন, “৬ বছর পর্যন্ত প্রত্যেক শিশুর খাওয়াদাওয়া ও পড়াশোনা করানো হয় অঙ্গনওয়াড়ি সেন্টার গুলিতে। সঙ্গে গর্ভবতী মায়েদের বিভিন্ন সুযোগ সুবিধে দেওয়া হয়। কত সুন্দর কবিতা শোনাচ্ছে শিশুরা, এরাই আগামী দিনের ভবিষ্যৎ। এক দেড় মাসের মধ্যে সব সেন্টার পরিদর্শন সম্পূর্ণ হয়ে যাবে আশা করা যাচ্ছে৷ এদিকে বহু অঙ্গনওয়াড়ি সেন্টার ভাড়া বাড়িতে চলছে। এই বিষয়ে সদর মহকুমা শাসক জানিয়েছেন, পুরসভাকে জানানো হয়েছে। আমরা যদি জায়গা পাই তাহলে সেখানে সেন্টার করে দেওয়া হবে।”