সাথী দাস, পুরুলিয়া, ১৩ ডিসেম্বর: আবাস প্লাস যোজনার কাজে নিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যু বিচলিত করে তুলেছে সতীর্থদের। মৃতার পরিবারকে ক্ষতিপূরণ ও আবাস যোজনার কাজ থেকে অব্যাহতি চেয়ে বিক্ষোভ মিছিল করলেন সংগঠিত আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। আজ পুরুলিয়া শহরের জুবিলি ময়দানে জমায়েত হন তাঁরা। সেখান থেকেই মিছিল পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তা পার হয়ে জেলা শাসকের কার্যালয়ের সামনে পৌঁছয়। সেখানেই অবস্থান কর্মসূচি পালন করে দাবি দাওয়া নিয়ে স্লোগান দেন। পরে জেলাশাসকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
সোমবার সকালে উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরে রেবা বিশ্বাস নামে এক অঙ্গনওয়াড়ি কর্মী সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন। সেই কারণে অপমানে আত্মঘাতী হয়েছেন রেবা বলে জানান আজ বিক্ষোভরত সংগঠিত অঙ্গনওয়াড়ি কর্মীরা।
আবাস যোজনার তালিকায় নাম থাকা ব্যক্তি বাড়ি পাওয়ার যোগ্য কি না— প্রশাসনের পক্ষ থেকে তা সমীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে আশা, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ও ভিলেজ পুলিশকে। কিন্তু সমীক্ষা করতে গিয়ে সমস্যায় পড়েছেন জেলার অনেক আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী। গ্রামে গিয়ে সমীক্ষা করার সময়ে তাঁদের প্রাণনাশের হুমকিও শুনতে হচ্ছে বলে অভিযোগ। আর তারই প্রতিবাদে কার্যত এদিনের কর্মসূচি বলে জানান পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির নেত্রী অনিতা মাহাতো।