population, India, আর মাত্র ৩৮ বছরের মধ্যে ভারত জনবিস্ফোরণে সর্বোচ্চ সংখ্যায় পৌঁছাবে, বলছে রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট

আমাদের ভারত, ১২ জুলাই: রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির রিপোর্ট বলছে, আর মাত্র ৩৮ বছরের মধ্যে ভারতে জন বিস্ফোরণ সর্বোচ্চ সংখ্যায় পৌঁছাবে। ২১০০ সালে সর্বাধিক জনসংখ্যার নিরিখে প্রথম স্থানে থাকবে ভারত, দ্বিতীয় চিন ও তৃতীয় হবে পাকিস্তান। জনসংখ্যার নিরিখে ভারত সর্বোচ্চ শৃঙ্গ স্পর্শ করবে ২০৬২ সালের মধ্যেই। তখন দেশের জনসংখ্যা হবে ১৭০.১ কোটি।

রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির রিপোর্টে এই তথ্য সামনে এসেছে বৃহস্পতিবার। বর্তমানে সর্বাধিক জনসংখ্যার দেশ ভারত শতাব্দীর শেষেও নিজের রেকর্ড ধরে রাখবে বলে জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘের ওই রিপোর্ট। রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে জানা যাচ্ছে, ভারতের জনসংখ্যার হার কমবে ২০৬২ সালের জানুয়ারি থেকে জুলাই এর মধ্যে। ওই বছর ভারতে দু’লক্ষ বাইশ হাজার জনসংখ্যা বৃদ্ধি ঘটবে। এরপর দেশের জনসংখ্যার হার কমতে থাকবে। ২০৬৩ সালে দেশে ১ লক্ষ ১৫ হাজার লোক সংখ্যা কমবে। ২০৬৪ সালে আবার চার লক্ষ ৩৭ হাজার এবং ২০৬৫ সালের ৭ লক্ষ ৯৩ হাজার জনসংখ্যা বৃদ্ধি পাবে।

বর্তমানে জনসংখ্যায় ভারত সব থেকে উপরে, এখন দেশে ১৪৫.১ কোটি মানুষের বাস। তারপরেই রয়েছে চিন, ১৪১.৯ কোটি মানুষ বাস করেন সে দেশে। পাশাপাশি আমেরিকার জনসংখ্যা মাত্র ৩৪.৫ কোটি। উল্লেখ্য, ২০৫৪ সালে ভারত ও চিন তাদের অবস্থান ধরে রাখতে পারলেও আমেরিকাকে টপকে যাবে পাকিস্তান। পাকিস্তান তৃতীয় স্থানে পৌঁছাবে ৩৮.৯ কোটি জনসংখ্যা নিয়ে। এই অবস্থা জারি থাকবে ২১ শতক পর্যন্ত।

বিশ্বের ছবিটা তুলে ধরে রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট বলছে, ২০৮৩ সাল থেকে পৃথিবীর জনসংখ্যা কমতে থাকবে। বর্তমানে পৃথিবীর ৮১৬ কোটি মানুষ ভারতের বাসিন্দা। সেই সংখ্যা ওই বছর গিয়ে দাঁড়াবে ১০১৯.৯৯ কোটিতে। এবছর থেকে ২০৫৪ পর্যন্ত আর যেসব দেশে জনসংখ্যা বৃদ্ধি পাবে সেগুলি হল আফ্রিকার অ্যাঙ্গোলা, মধ্য আফ্রিকার কঙ্গো, নাইজার ও সোমালিয়া। রিপোর্টে রয়েছে, ২০৮০ সালের মধ্যে ৬৫ বছরে মানুষের সংখ্যা ১৮ বছরের নিচে বয়সের তুলনায় বেশি হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *