সময় হলে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশ্যে আনা হবে”, হুঁশিয়ারি বগটুই কান্ডের অন্যতম অভিযুক্ত আনারুলের

আমাদের ভারত, বীরভূম, ৩০ জুন: ফের ষড়যন্ত্রের অভিযোগ আনারুল হোসেনের। সময় হলে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশ্যে আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে রামপুরহাট সংশোধনাগার থেকে সিউড়ি সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় গাড়িতে উঠে সংবাদ মাধ্যমের কাছে একথা বলেন বগটুই হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত আনারুল হোসেন।

২১ মার্চ রামপুরহাট বগটুই মোড়ে জাতীয় সড়কের ধারে বোমা মেরে খুন করা হয় তৃণমূল নেতা ভাদু শেখকে। তারই বদলা নিতে বগটুই গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে একই সঙ্গে মৃত্যু হয় আট জনের। পরে আরও দু’জনের মৃত্যু হয়। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে ২৪ মার্চ গ্রেফতার হন তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেন। মামলা চলাকালীন ৯০ দিনের মাথায় ২০ জুন জোড়া চার্জশিট জমা দেয় সিবিআই। ওই চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসাবে আনারুলের নাম রয়েছে। এদিন আনারুল সহ হত্যাকাণ্ডে অভিযুক্তদের রামপুরহাট থেকে সিউড়ি সংশোধনাগারে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আনারুলকে নিয়ে যাওয়া হয় পুলিশের টাটাসুমো গাড়িতে। সিউড়ি যাওয়ার আগে গাড়িতে বসে আনারুল বলেন, “আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। ঘটনাস্থল থেকে আমার বাড়ি ৫-৭ কিলোমিটার দূরে। ওই ঘটনার সঙ্গে আমার কোনো যোগ নেই। সময় হলে ষড়যন্ত্রকারীদের নাম বলব”।

শুধু এবার নয়, এর আগেও একাধিকবার ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন আনারুল। কিন্তু নাম সামনে আনেনি। এনিয়ে বিজেপির বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা বলেন, “উনি শুধু ষড়যন্ত্রের কথা বলছেন। তাহলে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশ্যে আনুন। উনার অপরাধ না থাকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিশ্চিত উনাকে নিয়ে টানাটানি করবেন না”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *