BJP, Taldangra, তালডাংরা বিধানসভা উপনির্বাচনে বিজেপির বাজি অনন্যা রায় চক্রবর্তী

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ অক্টোবর: তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে অনন্যা রায় চক্রবর্তীই বিজেপির বাজি। সুকান্ত মজুমদারের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর অনন্যা দেবীকেই প্রার্থী করে চমক দিল বিজেপি।

একদা শাসক তৃণমূলের কাউন্সিলর অনন্যাদেবী
জেলা রাজনীতির এক পরিচিত ও বিতর্কিত মুখ। গত পৌরসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে দলীয় নির্দেশকে উপেক্ষা করে নির্দল প্রতীকে লড়াই করে দলীয় প্রার্থীকে হারিয়ে বাঁকুড়ার রাজনীতিতে পরিচিত মুখ হয়ে উঠেন তিনি। উল্লেখ্য, বাঁকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ২০১৫ সালে প্রথম তৃণমূলের টিকিটে জয়ী হয়ে কাউন্সিলর হন অনন্যাদেবী। অনন্যার স্বামী সুদীপ চক্রবর্তী ওরফে মুন্না সেই সময় ছিলেন যুব তৃণমূলের দাপুটে নেতা। গত ২০২২ সালে তৃণমূল অনন্যাকে টিকিট না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ১৬২৫ ভোটে হারিয়ে জয়ী হন তিনি। আবার জয়লাভের প‍র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে মালা দিয়ে বিজয় মিছিলও করেন অনন্যাদেবী। গত সেপ্টেম্বরের শেষে বাঁকুড়ার মাচানতলায় সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়ার পর দলের একাধিক কর্মসূচিতে তাকে অংশ নিতেও দেখা যায়। তখন থেকেই তালডাংরা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে অনন্যা রায় চক্রবর্তীর নাম মুখে মুখে ফিরতে শুরু করে। অবশেষে শনিবার বিজেপির তরফে অনন্যা রায় চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়।

নিজের জয়ের ব্যাপারে আশাবাদী অনন্যাদেবী বলেন, তিনি এবার জেতার লড়াইয়ে নামবেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। স্হানীয় কর্মীদের ঐক্যবদ্ধ করে যেভাবে বাঁকুড়া পৌরসভার জয় ছিনিয়ে এনেছিলেন তালডাংরাতেও একই ভাবে জয়ী হবেন বলে দৃঢ় বিশ্বাসী অন্যনাদেবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *