সাথী দাস, পুরুলিয়া, ১০ ফেব্রুয়ারি: নিজের সঞ্চয় থেকে পথবাসী আর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীনদের হাতে খাবার আর কম্বল তুলে দিলেন প্রবীণ প্রাক্তন শিক্ষক অনাদি চরণ নায়েক। পুরুলিয়ার মানবাজারের চাঁদড়ার বাসিন্দা এই শিক্ষক ফি বছর এটা করে থাকেন। এবার করোনা কালে দুঃশ্চিন্তায় পড়েছিলেন। তাঁর এই দীন দানের কর্তব্য পালন করতে পারবেন কি না সংশয় ছিল। শেষ পর্যন্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। তাই, প্রায় পঁচাত্তর কিলোমিটার দূর থেকে জেলা সদরে পৌঁছান। সঙ্গে পথবাসিদের জন্য খাবার আর কম্বল নিয়ে আসেন তিনি।
রাত গভীর হতেই পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তায়, বাস স্ট্যান্ড, স্টেশন চত্বরে থাকা ভবঘুরে পথবাসীদের হাতে সেই সব জিনিস তুলে পরিতৃপ্ত হন এই প্রবীণ শিক্ষক। তিনি আজ মানবাজার গ্রামীণ হাসপাতালে পঞ্চাশ জন রোগীর হাতে খাবার ও কম্বল তুলে দেন।
মুকুন্দপুর প্রাথমিক স্কুল থেকে অবসর নিয়েছেন। বর্তমানে তার বয়স ৭৬ বছর। এই বয়সেও নানা সমাজ সেবামূলক কাজে নিজেকে যুক্ত রাখেন অনাদিবাবু। অনাদিবাবু বলেন, “জীবনের মূল্য বলতে মানুষের সেবা আর দীন দানই বুঝি। এটা বিভিন্ন ভাবে সারা বছর করি। আজীবন করে যেতে চাই। আমার ছেলেও অনুপ্রাণিত। সেও আগামীতে এই পথেই হাঁটবে বলে আমার বিশ্বাস।”