জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: বৃহস্পতিবার বিকেলে ভাদুতলা স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিন বিকেলে শালবনী থানার গোদাপিয়াশাল ও ভাদুতলা স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। অজ্ঞাতপরিচয় মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর।
জানা যায়, আপ ১৩৭ বাই ১৩ /১৪ রাঁচি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল ও শালবনি থানার পুলিশ। ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

