আমাদের ভারত, হুগলি, ২১ অগস্ট: বস্তাবন্দি অবস্থায় এক বৃদ্ধাকে জীবন্ত উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতে চুঁচুড়া থানার প্রিয়নগর এলাকায় জিটি রোডের ধার থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। ওই বৃদ্ধার নাম অন্ন কুমারী। বাড়ি উত্তর ২৪ পরগণার অশোকনগর এলাকায়। চুঁচুড়া থানার পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই বৃদ্ধা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন রাতে প্রিয়নগর এলাকার বাসিন্দারা জি.টি রোডের ধারে মুখ বাঁধা একটি বস্তা পড়ে থাকতে দেখেন। প্রথমে তারা ভাবেন, বস্তায় ভরে কেউ কিছু ফেলে গিয়েছে। কিন্তু, পথচলতি লোকজন লক্ষ্য করেন, বস্তাটি নড়াচড়া করছে। এরপর সন্দেহবশত তাঁরা মুখ বাঁধা বস্তাটির দড়ি ধরে টান মারেন। বস্তাটি খুলতেই তারা আঁতকে ওঠেন। দেখেন, বস্তার ভিতর জীবিত মানুষ। সাদা চুলের এক বৃদ্ধা। তিনি হিন্দিতে দুই একটি কথা বলছেন। খবর যায় চুঁচুড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌছয়। এরপর পুলিশ বৃদ্ধার নাম, বাড়ি, জানার চেষ্টা করেন। ওই বৃদ্ধার পরিবারে কে কে রয়েছেন সেটা জানার চেষ্টা করেন।
পাশাপাশি কার সঙ্গে ওই বৃদ্ধা অশোকনগর থেকে চুঁচুড়া এলেন সেটাও জানার চেষ্টা করেন। কিন্তু, ওই বৃদ্ধা সেটা ঠিকমতো বলতে পারেননি।
পুলিশের অনুমান, বৃদ্ধার কথায় অসঙ্গতি রয়েছে। ফলে তিনি নাম এবং বাড়ির ঠিকানা ঠিক বলেছেন কিনা তা নিয়েও পুলিশ কিছুটা ধন্দে রয়েছেন। ওই বৃদ্ধা সম্পূর্ণ সুস্থ নন বলেই পুলিশের প্রাথমিক অনুমান।
তবে বস্তায় করে বৃদ্ধাকে কে বা কারা ফেলে দিয়ে গিয়েছে, ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে বের করার চেষ্টা করছে চুঁচুড়া থানার পুলিশ।

