জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: খালের জলের তোড়ে ভেসে গেল এক বৃদ্ধ। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের দীপা গ্রামে।
গরু নিয়ে খাল পার করার সময় জলে ডুবে যান ওই বৃদ্ধ। দীপা গ্রামের বাসিন্দা পঞ্চানন পালোই (৬২) প্রত্যেক দিনের মতো আজও গরু নিয়ে খাল পার হচ্ছিলেন, কিন্তু গরুগুলি পেরিয়ে গেলেও পঞ্চাননবাবু জলের স্রোতে ভেসে যান। দীপা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কুসমি খাল, সেই খাল পার হয়ে গ্রামবাসীরা মাঠের ওপারে যান। গ্রামবাসীরা জানিয়েছেন, সাঁতার না জানার কারণেই এই ঘটনা ঘটেছে। প্রথমে স্থানীয় মানুষজন খালে নেমে খোঁজাখোঁজি করেন। না পাওয়া গেলে খবর দেওয়া হয় কেশিয়াড়ি থানায়। প্রশাসনের পক্ষ থেকে নামানো হয় সিভিল ডিফেন্সের একটি টিম। তারা খালে নেমে তল্লাশি চালায়। সন্ধে পর্যন্ত খোঁজ চালানোর পরেও খোঁজে পাওয়া যায়নি ওই ব্যাক্তির।