অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১১ জুলাই:
বাজ পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লবপুর ১ নং ব্লকের সারিয়া গ্রামের। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন লক্ষিন্দর সিং নামে (৬০) এক প্রৌঢ় নিজের চাষের জমিতে কাজ করছিলেন। সেই সময় বাজ পড়লে তারপরেই লক্ষিন্দর সিং মাটিতে লুটিয়ে পড়ে। কিছুটা দূরে অন্য জমিতে কাজ করতে থাকা তার ভাই মিহির সিং তাকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পাওয়ার পরেই সাড়িয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।