অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৭ আগস্ট: বিদ্যুৎস্পষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক প্রৌঢ়ার। ঘটনায় শোকের ছায়া গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের শালগেড়িয়া গ্রামে। পুলিশ সুত্রে খবর, মৃত মহিলার নাম শৈবালী রানা, বয়স ৬২ বছর। বাড়ি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের শালগেড়িয়া গ্রামে।
জানাগেছে, মহিলা এদিন বাড়ির সিলিং ফ্যানে হাত দিতেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে পড়ে যান। কারণ তিনি বুঝে উঠতে পারেননি যে সিলিং ফ্যানটি আগে থেকেই সর্ট সার্কিট হয়ে ছিল। ঘটনার পর সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন ওই মহিলাকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোপীবল্লভপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে।