আমাদের ভারত, নদিয়া, ১১ অক্টোবর: গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা বৃদ্ধের। পারিবারিক অশান্তির জেরে এই সিদ্ধান্ত বলে দাবি স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়।
সূত্রের খবর, নদীয়া শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের বইচা বসাক পাড়ার বাসিন্দা রতন বসাক (৫০)। বাড়িতে রতন বসাক এবং তার স্ত্রী সহ তার ছোট মেয়ে এবং জামাই থাকতেন। স্থানীয় সূত্রে জানা যায় তার ছোট মেয়ে এবং তার স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই জমি সংক্রান্ত বিষয়ে বিবাদ লেগে থাকত রতন বসাকের। এ নিয়ে একাধিকবার মীমাংসা করে দেয় গ্রামবাসীরা। জানা যায়, রতন বসাকের স্ত্রী এবং মেয়ে বারবার রতন বসাককে তার নামে জায়গা লিখে দিতে বলে। এই নিয়েই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে শান্তিপুর থানার বয়রা ঘাট এলাকায় হঠাৎ গঙ্গায় ঝাঁপ দেয় বৃদ্ধ। এরপর তলিয়ে যান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। তারা বিপর্যয় মোকাবিলা দপ্তর খবর দিলে তারা এসে মৃতদেহটি উদ্ধার করার প্রচেষ্টা চালাচ্ছে।