সাথী প্রামানিক, পুরুলিয়া, ১ ডিসেম্বর: বিশ্ব এইডস দিবস উপলক্ষে যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে অভিনব কৌশল অবলম্বল করা হল ঝালদার নয়াডি গ্রামের কাছে কুশি রেলওয়ে ফটক সংলগ্ন মাঠে। রবিবার, একটি সংস্থার উদ্যোগে ওই মাঠে একটি বড় মাপের ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। তার আগে সকালে অগ্নি সাক্ষী রেখে নেশামুক্ত শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপস্থিত যুব সমাজের একাংশ নিজেদের সামিল করেন এবং শপথ নেন।
ওই অনুষ্ঠানে এবং ফুটবল প্রতিযোগিতার সূচনা করেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আয়োজক সংস্থার পক্ষে দিলীপ কুমার মাহাতো এবং শংকর মাহাতো বলেন, ‘যে কোনও শুভ কাজের সংকল্প আগুনকে সাক্ষী রেখে করা হয়। একই উদেশ্য নিয়েই এদিন নেশা থেকে যুব সমাজকে মুক্ত করার জন্য শপথ নেওয়া হয়।’
এদিন জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। চলে সচেতনতামূলক প্রচার।