আমাদের ভারত, ১৩ এপ্রিল: সাবেক পূর্ব পাকিস্তান ও পূর্ববঙ্গ থেকে হাল আমল পর্যন্ত (১৯৪০-২০২৩) ওই অঞ্চলে ক্রমহ্রাসমান হিন্দু জনগোষ্ঠী নিয়ে নানা সময় অনেক লেখালেখি হয়েছে। বিষয়টি নিয়ে ‘আমাদের ভারত’-এ শুরু হচ্ছে বিশেষ সাক্ষাৎকারের এক ধারাবাহিক। প্রতি সপ্তাহে একজন বিশিষ্ট ব্যক্তির ভাবনা।
পূর্ববঙ্গের হিন্দুস্মৃতির বিভিন্ন আঙ্গিক নিয়ে নানা ভাবে, নানা সময়ে অজস্র চর্চা হয়েছে। বিষয়টা গভীরভাবে বোঝার চেষ্টায় কথা বলছি সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে। তাঁদের সেই অনুভবই তুলে ধরা হবে।
– সাংবাদিক অশোক সেনগুপ্ত।