মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ঝাড়্গ্রামে অনির্দিষ্টকালের বনধ শুরু

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ মার্চ: আজ শনিবার থেকে ঝাড়গ্রাম জেলায় অনির্দিষ্টকালের জন্য বনধের ডাক দিয়েছে আদিবাসী সামাজিক সংগঠন “ভারত জাকাত মাঝি পারগানা মহল”- এর একটি অংশ। সংগঠনের দাবি, রাজ্য বিধানসভায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের আদিবাসীদের “বহিরাগত” বলে মন্তব্য করার প্রতিবাদে জেলা জুড়ে বনধের ডাক।

উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলায় এখন পর্যটনের ভরা মরশুম চলছে। প্রচুর পর্যটক আসছেন এবং বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে তারা ভিড় জমাচ্ছেন। একটানা বনধ চলতে থাকলে পর্যটনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলার পর্যটন কেন্দ্রিক ব্যবসাগুলিও ক্ষতিগ্রস্ত হবে। এই বনধে পর্যটকদের গাড়িকেও ছাড় দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *