আমাদের ভারত, ২ অক্টোবর: “বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষীয় যাত্রা জাতিচেতনার পুনর্জাগরণের এক অমর অধ্যায়।” বৃহস্পতিবার এক্সবার্তায় এই মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
তিনি লিখেছেন, “মা ভারতীর সেবা, জাতীয় ঐক্য ও সনাতন সংস্কৃতির জন্য উৎসর্গিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তিতে সকল স্বয়ংসেবককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতের আত্মাকে আত্মবিশ্বাস দিয়েছে, ছড়িয়ে–ছিটিয়ে থাকা সমাজকে ঐক্যের সূত্রে গেঁথেছে, জাতীয়তাবাদকে জীবনের মূল ভিত্তি করেছে এবং অখণ্ড ভারতের নির্মাণের মহাসংকল্পে প্রত্যেক জনে জনে অনুপ্রেরণা জুগিয়েছে।
‘রাষ্ট্র প্রথম’ এই চেতনায় দীপ্ত এই সংগঠন কোটি কোটি ভারতবাসীর জন্য এক চিরন্তন প্রেরণার উৎস।”

