সাথী দাস, পুরুলিয়া, ১৮ ডিসেম্বর: কোভিড, শিক্ষা এবং শিক্ষার্থীদের বড় ক্ষতি করেছে। এখনও স্কুলমুখী হতে পারেনি ছাত্র ছাত্রীরা। এই অবস্থায় শুধু অনলাইন ক্লাস আর মোবাইলে আসক্ত হয়ে পড়েছে পড়ুয়ারা। সার্বিকভাবে মানসিকভাবে একটু যেন দমে গিয়েছে ওরা। ওই সব কিশোরমনকে উজ্জীবিত করে বাড়ির অব্যবহৃত খেলনা অন্যান্য গৃহসামগ্রী ও নিজস্বতা দিয়ে গড়া নতুন মডেল, গৃহশোভা সামগ্রী নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে পুরুলিয়ায়। পুরুলিয়া শহরের একটি বেসরকারি স্কুল এই ভাবনার স্রষ্টা। স্কুলের এই প্রচেষ্টাকে সার্থক করে তুলতে অংশ নেয় কচিকাঁচারা। কোভিড বিধি মেনেই প্রদর্শন স্থলে উৎসাহের সঙ্গে প্রতিযোগিতামূলক এই প্রদর্শনীতে দেখা গেল শিশুমনের অধিকারীদের।
আয়োজক স্কুলের অধ্যক্ষ প্রসেনজিৎ রায় বলেন, “মহামারী আমাদের যেমন অনেক কিছু শিখিয়ে দিয়েছে তেমনই ক্ষতি করে দিয়েছে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে ছোট ছোট ছেলে মেয়েদের এক ধাপ পিছিয়ে দিয়েছে। স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফিরছি। আমাদের এই উদ্যোগ তারই বন্ধন তৈরি করবে বলে বিশ্বাস।”
প্রদর্শনীতে অংশ নেওয়া নবম শ্রেণির ছাত্রী ঐশীতা সাও জানায়, এটা আমার কাছে স্মরণীয় দিন হয়ে থাকবে। খুব মজা হচ্ছে। উপভোগ করছি।