জয় লাহা, দুর্গাপুর, ৯ জুন: জাতীয় সড়কের
পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা পুলিশের গাড়ির। ঘটনায় মোটর বাইক চালক ছিটকে পড়ে গার্ডওয়ালে। মৃত্যু হয় রাস্তা নির্মাণ কাজে কর্তব্যরত মোট বাইক আরোহী এক ইঞ্জিনিয়ারের। ঘটনায় আহত হয়েছে দুই পুলিশ কর্মী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ১৯ নং জাতীয় সড়কের ওপর বুদবুদের কোটা মোড়ের কাছে।
পুলিশ সুত্রে জানাগেছে, মৃতের নাম শুভদীপ দত্ত (৩২), পেশায় রাস্তা নির্মাণকারী সংস্থার ইঞ্জিনিয়ার। গত কয়েকমাস ধরে ১৯ নং জাতীয় সড়কের বুদবুদের ধরলা মোড় থেকে ডানকুনি পর্যন্ত ছয় লেন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এদিন সকালে বুদবুদের কোটা মোড় এলাকায় রাস্তা নির্মাণের কাজের মনিটারিং করছিলেন শুভদীপবাবু। বর্ধমানগামী লেনে রাস্তার কাজে একটি ডাম্পার দাঁড়িয়েছিল। ওই সময় পুরুলিয়া থেকে ১১ নং ব্যাটালিয়ানের আর্মড পুলিশের গাড়ি কলকাতার দিকে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে ধাক্কা মারে। ডাম্পারের পিছনে ঢুকে যায় পুলিশের গাড়িটি। ধাক্কার জেরে ডাম্পারটি বেসামাল হয়ে সামনের একটি চাকা মোটরবাইকে ধাক্কা মারে।
ধাক্কার জেরে মোটরবাইক চালক ছিটকে পড়ে রাস্তায় রাখা সিমেন্টের গার্ডওয়ালে। ঘটনায় গুরুতর আহত হয় রাস্তা নির্মাণের কাজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার সহ দুই পুলিশ কর্মী। ঘটনা দেখে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে। খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা শুভদীপবাবুকে মৃত বলে ঘোষণা করে। বাকি দুই পুলিশ কর্মীকে গুরুতর জখম অবস্থায় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে পুলিশ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।