আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৪ নভেম্বর: পথদুর্ঘটনায় মৃত্যু হল অষ্টম শ্রেণির এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে সারগাছির রতনপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বেলডাঙা থানার পুলিন্দা এলাকার ওই ছাত্রী বাড়ি থেকে টিউশন পড়তে সারগাছির দিকে যাওয়ার সময় সারগাছির দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাক সজোরে ধাক্কা মারে ওই ছাত্রীকে।
দ্রুতগতিতে আসা পাথর বোঝাই ট্রাক প্রথমে ওই ছাত্রীকে ধাক্কা মারে তারপর ইলেকট্রিকের পোলে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে রিনা পারভিন নামের ঐ ছাত্রীর। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। বেলডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। স্থানীয়দের অভিযোগ, দ্রুতগতিতে ড্রাইভাররা গাড়ি চালালেও সেভাবেই নজর দেয় না পুলিশ প্রশাসন। দুর্ঘটনা প্রবন রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটলেও নেই কোনো রকম স্পিডব্রেকারের ব্যবস্থা। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।