স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৮ জুন:
মায়ের কাছে খাবার চাওয়ায় নিয়ে বচসা হওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী।
নদিয়ার শান্তিপুরে কারিগর পাড়ার বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্রী সোনিয়া খাতুন বৃহস্পতিবার সকালে তার মায়ের কাছে খাবার চায়। অভিযোগ, লকডাউনের কারণে পেশায় দিন মজুর বাবা জাভেদ কারিগরের কাজ চলে যাওয়ায় দীর্ঘদিন ধরেই একবেলা খাবার খেয়ে দিন কাটাচ্ছিল গোটা পরিবার, ফলে এদিন মেয়ে খাবার চাইলেও তা দিতে পারেনি মা। আর এর পরই বাথরুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


