আশিস মণ্ডল, রামপুরহাট, ১৪ আগস্ট: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সেনা জওয়ানের। মৃত সেনা জওয়ানের নাম শ্রীকৃষ্ণ মণ্ডল (২৭)। বাড়ি বীরভূমের নলহাটি থানার কলিঠা গ্রামের উত্তরপাড়ায়। সেনা জওয়ানের আকস্মিক মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
দুই ভাইয়ের মধ্যে ছোট শ্রীকৃষ্ণ। বাড়িতে অভাব নৃত্যসঙ্গী। বাবা জমিতে চাষাবাদ করে সংসার চালাতেন। সেই সঙ্গে দুই ছেলেকে পড়াশোনা করিয়েছেন। শ্রীকৃষ্ণ উচ্চমাধমিক থেকেই বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেছিল। রামপুরহাট কলেজে বিজ্ঞান নিয়ে দ্বিতীয়বর্ষ পড়তেই পড়তেই বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন শুরু করে। পড়া চলাকালীন ২০১২ সালে সেনাবাহিনীতে চাকরির ডাক পান। এরপরেই জম্মুতে পোস্টিং পেয়ে চলে যান। সেখানে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান পদে কাজে যোগদান করেন। মাস দুয়েক আগে দিল্লিতে বদলির নির্দেশ হাতে পায়। কিন্তু করোনার কারণে দিল্লিতে যোগদান করা সম্ভব হয়নি।
সেনা জওয়ানের দাদা রামকৃষ্ণ মণ্ডল বলেন, “ভাই শেষবার এসেছিল সরস্বতী পুজোর সময়। এবার আষাঢ় মাসে বাড়ি ফেরার কথা ছিল। এখন কফিন বন্দি হয়ে ফিরছে। বুধবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। তার সহকর্মী ফোনে দুর্ঘটনার কথা জানায়। শুক্রবার সন্ধ্যায় ভাইয়ের মৃতদেহ পানাগরে এসে পৌঁছবে। শনিবার বেলার দিকে সেনাবাহিনীর লোকজন দেহ গ্রামে নিয়ে আসবেন। আমরা এখন ভাইয়ের কফিনের অপেক্ষায়”।