সকলের তরে সকলে আমরা! কাটিহারের এক কিশোরের চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের এক মানব প্রেমীর আবেদন

আমাদের ভারত, ৩০ আগস্ট: কেবলমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য নয়। একে অপরের পরিপূরক হয়ে পরস্পর পরস্পরের কল্যাণ ও উপকার সাধনের মধ্যে দিয়েই বহমান আজকের মানব সভ্যতা। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতাই মানব জাতির সমাজ বন্ধনের একমাত্র ভিত্তিপ্রস্তর, যার ওপর দাঁড়িয়ে মানুষ আস্বাদন করে বাঁচার আনন্দ ও অর্জন করে মানব জীবনের স্বার্থকতা।

আমার জন্মভূমি কাটিহার শহরের ভূমিপুত্র কল্যাণীয় দেবজিত দাস, বিগত দু বছর যাবত দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত। ব্লাড ক্যান্সার হয়েছে তার। আর দশজন কিশোরের মতই দেবজিত প্রাণচাঞ্চল্যে ভরপুর একজন কিশোর যার দুচোখ জুড়ে অনেক স্বপ্ন। অচেনাকে চেনা, অজানাকে জানার আগ্রহ তার মধ্যে প্রবল। বয়স মাত্র ১৮ বছর, তাই প্রকৃতির অমোঘ নিয়মেই, এই বর্ণময় পৃথিবীর অচেনা অজানা দিকগুলো এই অষ্টাদশ কিশোরকে ক্রমাগত হাতছানি দিয়ে ডাকে। বয়সটা পার করে আসার সুবাদে অষ্টাদশের আকর্ষণগুলোর সম্পর্কে আমরা সকলেই সম্যক ওয়াকিবহাল, কারণ এটাই স্বপ্ন দেখার বয়স।

দেবজিতের এই সুন্দর পৃথিবীতে আরও অনেক দিন সুস্থ শরীরে বেঁচে থাকার স্বপ্ন এবং অধিকার দুটোই রয়েছে। মুক্ত বিহঙ্গের মত ডানা মেলে বিশ্ব ভ্রমণের স্বপ্নবিলাসী দেবজিত জানে না, যে ঈশ্বর তার সাথে এক নিষ্ঠুর নির্মম খেলায় নেমেছে যা তার জীবনে অগ্রসর হওয়ার পথে এক জগদ্দল পাথর রূপে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

বন্ধু, আমরা প্রত্যেকেই এই সমাজের দায়িত্বশীল নাগরিক। জাতির প্রতি, সমাজের প্রতি কর্তব্য পরায়নতা ও দায়বদ্ধতা আমরা অস্বীকার করতে পারি না। ঠিক এই কারণেই প্রাণোচ্ছ্বল কিশোর দেবজিতকে বাঁচিয়ে রাখার দায় আমাদের নিতেই হবে। একটি কুড়িকে ফুল হয়ে প্রস্ফুটিত হয়ে ওঠার আগেই বিনষ্ট হতে দেখা আমাদের নৈতিক পরাজয়, যা আমাদের মানবিক দৈন্যদশাকে প্রতিফলিত করবে। এ জিনিস মেনে নেওয়া যায় না, সুতরাং এগিয়ে আসতে হবে আমাদের সকলকেই, যেনতেনপ্রকারেন দেবজিতকে সুস্থ করে পরাজিত করতে হবে যাবতীয় প্রতিবন্ধকতা।

দেবজিতের পিতা শ্রী রঞ্জন দাস আমাদের কাটিহার রামকৃষ্ণ মিশনের একজন প্রাক্তনী। বিগত দু বছর যাবত ছেলের আরোগ্যার্থে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়ে রঞ্জনবাবু আজ অর্থনৈতিক দিক থেকে আক্ষরিক অর্থেই রিক্তহস্ত। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেবজিতের এখন Bone Marrow প্রয়োজন, যা ওর ১২ বছর বয়সী ছোট্ট বোন দান করবে। তথাপি এই চিকিৎসা অত্যন্ত ব্যয়সাপেক্ষ। আনুমানিক ৪০ লক্ষ টাকা বা আরও বেশি খরচ হতে পারে।

আমি আমার মানবতাবাদী সকল হৃদয়বান ভাই বোনেদের কাছে এই ভিডিও টি দেখার জন্য করজোড়ে আবেদন করছি। সকলকে সাধ্য মত সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি। আমাদের সকলের সমবেত প্রচেষ্টা যদি দেবজিতের জীবন ফিরিয়ে দিতে পারে, তাহলে সেটা হবে আমাদের জীবনের অন্যতম চরম প্রাপ্তি।
অনুরোধ ইতি
রজত মুখার্জি
দেখুন ভিডিও…..

Ranjan Kumar Das
+919122120570
+919472888866

Banking Details:

Ranjan Kumar Das
State Bank of India
Katihar Bazar Branch
Savings A/C No. 10524547704
IFSC – SBIN0002962

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *