অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৭ ডিসেম্বর: করোনা লকডাউনে দীর্ঘদিন স্কুলের বাইরে থেকে ছাত্রছাত্রীরা যে অনেকটাই বিপথগামী হয়েছে তার প্রমাণ দিয়েছে নেট দুনিয়া। মাত্র মাসখানেক স্কুল খোলার মধ্যেই স্কুলের মধ্যে ছাত্রছাত্রীদের বিভিন্ন অশালীন আচরণের ভিডিও ভাইরাল হয়েছে। আমাদের পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার একটি স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্রীদের ধুমপানের ভিডিও দেখে একপ্রকার চমকে উঠেছেন সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ।
তাই এবার ছাত্রছাত্রীদের মধ্যে নেশা থেকে বিরত রাখতে উদ্যোগ গ্রহণ করল ঝাড়গ্ৰাম জেলা স্বাস্থ্য দফতর। এই লক্ষ্যকে সফল করতে শুক্রবার জেলা স্বাস্থ্য দফতর এবং গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বাঁশদা এসসি হাইস্কুলে হল তামাক বিরোধী একটি বিশেষ সেমিনার। এদিন স্বাস্থ্য দফতর এবং স্কুলের শিক্ষকরা ছাত্রছাত্রীদের মধ্যে তামাকজাত দ্রব্য সেবনের খারাপ দিকগুলো তুলে ধরেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের সচেতন করেন তাঁরা নিজেরা যেমন তামাকজাত দ্রব্য থেকে বিরত থাকবে তেমন বাড়ির এবং প্রতিবেশিদের তামাক থেকে দূরে থাকার জন্য প্রচেষ্টা চালাবে।