পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের রাজবল্লভ এলাকায় বাড়ি তৈরির জন্য গর্ত খোঁড়ার কাজ চলাকালীন বেরিয়ে এলো এক প্রাচীন সুড়ঙ্গ পথ। স্থানীয় বাসিন্দা অনিমা ঘোষের পাকা বাড়ির ভিত খোঁড়ার সময় আজ সকালে দেখা যায়, চুন-সুরকি ও পাতলা ইট দিয়ে তৈরি একটি সুড়ঙ্গ। ধারণা করা হচ্ছে, এটি বহু পুরনো কোনো স্থাপনার অংশ, যা হয়তো কোনো মন্দির বা জমিদারবাড়ির অবশেষ।
এই খবর ছড়িয়ে পড়তেই অনিমা ঘোষের বাড়িতে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। চাঞ্চল্যকর পরিস্থিতিতে পিংলা ব্লক প্রশাসন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পিংলা থানার পুলিশ ও ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি জানান, একটি বাড়ির ভিত খোঁড়ার সময় ১৫ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গ খুঁজে পাওয়া যায়। কিন্তু উল্লেখযোগ্য কোনো নমুনা খুঁজে পাওয়া যায়নি। তবু আমরা কিছু ছবি তুলে কয়েকজন বিশেষজ্ঞের কাছে পাঠিয়েছি তাদের মতামত জানার জন্য। তবে মনে হচ্ছে না সেরকম উল্লেখযোগ্য কিছু আছে। সুড়ঙ্গের জায়গাটুকু বাদ দিয়ে বাকি বাড়ির কাজ চলতে পারে। জানা গেছে, মাটি ও ইটের নমুনা পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।
পুরনো ইতিহাসের সঙ্গে যুক্ত কোনো স্থাপত্যের সন্ধান পেতে পারে এই অঞ্চলের বাসিন্দারা। প্রশাসনিক পর্যায়ে তদন্ত শুরু হওয়ায় সবাই এখন অপেক্ষায় রয়েছে এর রহস্য উদঘাটনের।