আমাদের ভারত, আলিপুরদুয়ার, ২০ জানুয়ারি: মাদারিহাট ব্লকের গেরগেন্ডা চা-বাগানে বনদফতরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ন বয়স্ক লেপার্ড। আজ সকালে চা-বাগানের শ্রমিকরা লেপার্ডের চিৎকার শুনে খাঁচার সামনে এলে খাঁচাবন্দি লেপার্ডটিকে দেখতে পান। এরপরেই বনদফতরকে খবর দিলে বনকর্মীরা এসে খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুর্নবাসন কেন্দ্রে।
উল্লেখ্য, মাদারিহাট ব্লকের গেরগেন্ডা, ধুমচিপাড়া, লঙ্কাপাড়া সহ একাধিক চা-বাগানে চিতাবাঘের আতঙ্ক রয়েছে। গতবছর লেপার্ডের হানায় প্রাণ গেছে একাধিক চা-বাগান বস্তির বেশ কয়েকজন বাসিন্দার। গত ডিসেম্বর মাসেও লেপার্ডের হানায় মৃত্যু হয়েছে এক তরুণীর।
এরপরেই লেপার্ডকে খাঁচাবন্দি করতে তৎপর হয়ে পড়ে বনদফতর। লেপার্ডকে খাঁচাবন্দি করতে একাধিক কৌশল অবলম্বন করেছে বনদফতর। আজ লেপার্ড খাঁচাবন্দি হওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে গেরগেন্ডা চা-বাগান এলাকায়।