জিটিএ’র শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে পাহাড়ে হল প্রশাসনিক বৈঠক

আমাদের ভারত, দার্জিলিং, ১০ জুলাই: জিটিএ’র শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে সরাসরি দার্জিলিং চলে যাবেন। পরেরদিন মঙ্গলবার সকাল ১১টায় জিটিএ’র শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হবেন। সেখানে নির্বাচিত ৪৫ জন প্রতিনিধি শপথ নেবেন। ওইদিন তাঁর আর কোনও কর্মসূচি নেই।

বুধবার নেপালি কবি ভানুভক্তের জন্মদিনের উৎসবে সামিল হবেন মুখ্যমন্ত্রী। ওইদিন দুপুর ২টোয় চৌরাস্তায় অনুষ্ঠান হবে। বুধবার সন্ধ্যায় তার শিলিগুড়ি ফিরে আসার সম্ভবনা রয়েছে। বৃহস্পতিবার তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।

এদিকে পাহাড়ে মুখ্যমন্ত্রী আসবেন বলে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। রবিবার এবিষয়ে একটি প্রশাসনিক বৈঠকও হয়। বৈঠকে মূলত মুখ্যমন্ত্রীর কর্মসূচি সহ তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। এপ্রসঙ্গে দার্জিলিং’য়ের তথ্য ও সংস্কৃতি আধিকারিক লেকজিমা ভুটিয়া বলেন, “আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। মুখ্যমন্ত্রী পরপর দু’দিন পাহাড়ে দুটো অনুষ্ঠানে থাকবেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান করাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যে প্রশাসনিক কর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।”

এদিকে চৌরাস্তায় প্যান্ডেল করা শুরু হয়ে গিয়েছে। ওইখানেই, শপথগ্রহণ অনুষ্ঠান হবে। পাহাড়েও সাজো সাজো রব। মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *