আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ নভেম্বর: সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল আট বছরের এক বালকের। মৃত বালকের নাম সামিন মোল্লা (০৮)। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার অন্তর্গত অশোকনগর নৈহাটি রোডের মন্ডলপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি ট্রাক অশোকনগরের দিকে আসছিল, সেই সময় বালক সামিন মোল্লা, বয়স ৮, খেলতে খেলতে বেসামাল হয়ে রাস্তায় গেলে ট্রাকের নিচে পড়ে যায়। সাথে সাথে স্থানীয় লোকজন এবং পুলিশের তৎপরতায় হাবরা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার ওই শিশুকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। অশোক নগর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।