আমাদের ভারত, হাওড়া, ৭ জানুয়ারি: ডাবের দাম নিয়ে ঝামেলায় রণক্ষেত্র হয়ে উঠল আমতার চন্দ্রপুর। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সংঘর্ষে বোমাবাজি ও গুলি চালানোর ও অভিযোগ ওঠে। ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এমনকি একজন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছে বলেও জানাগেছে। ঘটনায় আমতা থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে আমতার চন্দ্রপুরে ডাবের দাম নিয়ে ডাব বিক্রেতার সঙ্গে স্থানীয় যুবকদের বচসা বাধে। বচসা শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, ঘটনার সময় চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রজব আলী ঘটনাস্থলে আসলে সেখানে থাকা কয়েকজন যুবক তাকে মারধর করে। এমনকি রজব আলীকে বাঁচাতে তার ভাই ও অন্যান্য লোকজন আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, সংঘর্ষ চলাকালীন ব্যাপক বোমাবাজি হয় এমনকি গুলি চালানোর ঘটনাও ঘটে। জানাগেছে, ঘটনার সময় এক গ্রামবাসী গুলিবিদ্ধ হয়।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে গ্রামে পৌঁছায় আমতা থানার বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র্যালি। পুলিশ গ্রামে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি তল্লাশি শুরু করে।পরে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
ঘটনা সম্পর্কে হাওড়া গ্রামীণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার জানান, ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।