আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩০ জুলাই: বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা দিতে অমৃত ধারা প্রকল্পের উদ্বোধন হলো জলপাইগুড়ির গোশালা মোড়ে। জেলা পুলিশ ও মাড়োয়ারি যুব মঞ্চের উদ্যোগে এই প্রয়াস। রবিবার জাতীয় সড়কে এক কর্মসূচির মধ্যে দিয়ে জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালের উপস্থিতিতে জলের ধারা প্রকল্পের উদ্বোধন করা হল। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, ডিএসপি ট্র্যাফিক অরিন্দম পাল চৌধুরী, সদর ট্র্যাফিক ওসি বাপ্পা সাহা।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মারোয়ারি যুব মঞ্চের উদ্যোগে ট্র্যাফিক নিয়ন্ত্রণের জন্য সরঞ্জাম তুলে দেওয়া হয়। এর আগেও শহরের বিভিন্ন জায়গায় ঠান্ডা পানীয় জলের পরিষেবা চালু করা হয়েছিল। গোশালা মোড়ের জাতীয় সড়কের মাঝে বিশুদ্ধ জলের পরিষেবা ২৪ ঘণ্টা পাওয়া যাবে। বাস যাত্রী, স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সকলের সুবিধা হবে এই পানীয় জলের পরিষেবা চালু হওয়ায়।