সাথী প্রামাণিক, পুরুলিয়া, ১৯ এপ্রিল: লকডাউনে দিন-রাত, রোদ-গরমে কাজ করে চলেছেন পুলিশ কর্মীরা। বাদ নেই সিভিক ভলান্টিয়ারও। করোনার সংক্রমণ ছড়ানো রুখতে রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতিতে সামাল দিচ্ছেন ওই সব পুলিশ কর্মীরা। সেই সব কর্তব্যরত পুলিশদের কুর্নিশ জানাচ্ছেন পুরুলিয়াবাসী। তাঁদের মধ্যেই কিছু শুভানুধ্যয়ী শিক্ষক ও অন্যান্য পেশায় যুক্ত মানুষ সাধ্য মতো স্যানিটাইজার, মাস্ক, জলের বোতল, বিস্কুট, কাগজি লেবু ও কমলা লেবু তুলে দেন পুলিশ কর্মীদের হাতে। পুরুলিয়া শহরের বিভিন্ন হাটে বাজার, রাস্তার মোড়ে ঘুরে ঘুরে এই সব জরুরি সামগ্রী তুলে দেন “আমরা সবাই”।

এই কাজে সক্রিয় থাকা পেশায় শিক্ষক অনুপ মন্ডল জানান, এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে যাঁরা জন সাধারণের জন্য দিন রাত নিজের কর্তব্যে লেগে রয়েছে সেই সব পুলিশ কর্মীদের সামান্য খাবার তুলে দিতে পেরে তাঁরা খুশি। আজ কর্তব্যরত পুলিশ কর্মীদের কাছে গিয়ে সঙ্গে থাকার কথা জানান উদ্যোক্তা শুভানুধ্যয়ীরা।

