জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ আগস্ট: দোতলা দালান বাড়ির মালিক এক বিজেপি নেতা আমফানের ক্ষতিপূরণের টাকা পাওয়ায় শোরগোল পড়েছে গোয়ালতোড়ে। ওই বিজেপি নেতা তপন মালের দোতলা পাকা বাড়ি ছাড়াও পাকা গোয়াল ঘরে রয়েছে কুড়িটি গরু ও ছাগল। রয়েছে আঠারো বিঘা জমি। আমফান ঝড়ে তার বাড়ির কোথাও এতটুকু আঁচ পর্যন্ত লাগেনি। তবুও তিনি আমফানের ক্ষতিপূরণের টাকা পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার আমফান ক্ষতিগ্রস্তদের প্রকাশিত দ্বিতীয় তালিকায় ছয়শো তিরিশ নম্বরে নাম রয়েছে গোয়ালতোড় থানার পিংবনি পঞ্চায়েত এলাকার ধরমপুরের বাসিন্দা ওই বিজেপি নেতার।
জানাগেছে, গোয়ালতোড়ের কোথাও আমফানের তান্ডব সেভাবে দেখা যায়নি। তবুও মিলছে ক্ষতিপূরণের টাকা। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রতি বিরক্ত হয়ে মানুষ পিংবনি গ্রাম পঞ্চায়েতে বিজেপিকে ক্ষমতায় আনেন। কিন্তু এই ঘটনা দুর্নীতির ক্ষেত্রে বিজেপিরও সেই একই চেহারা প্রকাশ্যে এনেছে বলে গ্রামবাসীদের অভিযোগ। তাদের দাবি, প্রশাসন বিজেপি নেতার প্রাপ্ত ক্ষতিপূরণের টাকা ফিরিয়ে নিক।
বিজেপি পরিচালিত পিংবনি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন, তপন মাল কিভাবে আমফানের ক্ষতিপূরণের টাকা পেলেন তা আমার জানা নেই। পঞ্চায়েত থেকে তার নাম পাঠানো হয়নি। পঞ্চায়েত ছাড়াও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছেন বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সিভিক ভলান্টিয়াররা।
তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, ওই বিজেপি নেতা অবৈধ পদ্ধতিতে নিজের নাম ক্ষতিগ্রস্তদের তালিকা ভুক্ত করেছেন।

